Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণনের তালিকা

প্রশিক্ষণ সেবা

 

  • কুমিলস্না শহরের উপকন্ঠে কোর্টবাড়ীতে অবস্থিত দেশের শীর্ষ সমবায় প্রশিক্ষণ প্রতিষ্টান বাংলাদেশ সমবায় একাডেমী এবং কুষ্টিয়া আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইষ্টিটিউটে সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষণ সেবা প্রদান করা হয় ।
  • জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট সমিতিতে গিয়ে সদস্য প্রশিক্ষণ দিয়ে থাকে ।
  • সমবায় অীধদপ্তরের ঢাকাস্থ সদর কার্যালয় বাংলাদেশ সমবায় একাডেমী ও কুষ্টিয়া আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনষ্টিটিউটে অবস্থিত মোট ৩টি/২টি অথ্যাধুনিক কম্পিউটার ল্যবের মাধ্যমে সদস্য ও সমবায় অধিদপ্তরের কর্মকর্তা / কবর্মচারীদের আধুনিক তথ্য প্রযুক্তি গত প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে ।

প্রশিক্ষণের বিস্তারিতঃ

 

প্রশিক্ষণার্থীঃ মাসিক- 150 জন

                বার্ষিক- 175 জন

 

ভ্রাম্যমান প্রশিক্ষণঃ রাজস্ব খাত হতে প্রত্যেক প্রশিক্ষণ কোর্সের বিপরীতে কাগজ, কলম ও দুপুরের খাবার বাবদ ৭৫০০/- টাকা বরাদ্দ দেয়া হয়েছে। মোট প্রশিক্ষণের বার্ষিক লক্ষ্যমাত্রা ১৮টি কোর্স। উপজেলা ভিত্তিক মাসিক লক্ষ্যমাত্রা 1 টি কোর্স, প্রত্যেক কোর্সের প্রশিক্ষণার্থীর সংখ্যা হবে ২৫ জন। এছাড়া বাংলাদেশ সমবায় একাডেমি, কোর্টবাড়ী, কুমিল্লা ও আঞ্চলিক সমবায় শিক্ষায়তন, কুষ্টিয়ায় বিভিন্ন ট্রেডে সমবায়ীদের ও বিভাগীয় কর্মকর্তা/কর্মচারীদেরকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।